ঈদকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৩ মে) শেষদিনেও দক্ষিণবঙ্গের ২১জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘসময়।
পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। অব্যস্থাপনার কারণে যাত্রীর ভিড়ে ফেরি আনলোড করতে সময় লাগছে বেশি। এতে ভোগান্তিও বেড়েছে কয়েকগুণ। যাত্রী চাপে দুই ঘাটে সব ফেরি চালু করেছে কর্তৃপক্ষ।
এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখের বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি আজ ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি কাজ করছে বিজিবি।