- আজ শুক্রবার
- ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ মার্চ ২০২২ | ২:৩৭ অপরাহ্ণ
শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। উৎসবকে ঘিরে ব্যস্ত হয়ে উঠেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বুকিং এজেন্ট। ঢালিউডের প্রধান নায়ক শাকিব খান দূর আমেরিকায় অবস্থান করলেও তাকে ঘিরে দেশে চলছে ব্যাপক প্রস্তুতি।
জানা গেছে, এবারের ঈদে এই নায়কের দুটি ছবি মুক্তি পাবে। এগুলো হলো- ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। মুক্তির দেড় মাস আগেই সিনেমা দুটির হল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
অনুদানের ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘এরই মধ্যে ১৫টির মতো হল চূড়ান্ত হয়েছে। মৌখিক কথা হয়েছে আরও ২০টি হলের সঙ্গে। তবে মাত্রই তো শুরু হলো। আমাদের হাতে এখনও দেড় মাস সময় আছে। এরমধ্যে পুরনো অনেক হলই খুলবে।’
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত ‘গলুই’।
এ সিনেমায় শাকিবের বিপরীতে আছেন পূজা চেরী। এস এ হক অলিকের পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে।
অন্যদিকে, অ্যাকশন ছবি ‘বিদ্রোহী’। এটি নিয়ে একাধিকবার মুক্তির কথা বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানান, তারা ছয় মাস আগেই মুক্তির ডেট নিয়ে রেখেছেন। এবার ঈদে সিনেমাটি আসছে।
‘বিদ্রোহী’ পরিচালনা করেছেন শাহীন সুমন। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী ও মৃদুলা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |