• আজ রবিবার
    • ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঈশ্বরদীতে রেকর্ড তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৪ | ৫:৩২ অপরাহ্ণ

    ঈশ্বরদীতে বইছে তীব্র তাপপ্রবাহ। বুধবার (১৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা।

    ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, বিকেল ৩টায় ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত পাঁচদিন ধরে ঈশ্বরদীতে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলেছে। ১৩ এপ্রিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৩৯ ডিগ্রি, ১৫ এপ্রিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি ও ১৬ এপ্রিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে বুধবার থেকে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ।

    টানা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নিম্নআয়ের মানুষ। রিকশা ও অটোচালকদের সড়কে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।

    ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে কর্তব্যরত আনসার সদস্য ওয়াসিম বলেন, প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করছি। গরমে ডিউটি করতে খুব কষ্ট হচ্ছে।

    শহরের স্টেশন রোডের পথচারী ফয়জুল ইসলাম বলেন, জোহরের নামাজ পড়তে মসজিদের যাওয়ার জন্য বের হয়েছিলাম। পথে রোদের তীব্রতা দেখে বাড়ি ফিরে গিয়ে আবার ছাতা নিয়ে এসেছি। সড়ক দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে।

    ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, সপ্তাহজুড়ে ঈশ্বরদীতে তাপপ্রবাহ বিরাজমান। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০