• আজ শুক্রবার
    • ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    ঈশ্বরদী রেল জংশনে পাওয়া গেল বোমা সদৃশ বস্তু

    ঈশ্বরদী রেল জংশনে পাওয়া গেল বোমা সদৃশ বস্তু

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ১:১৬ অপরাহ্ণ

    পাবনার ঈশ্বরদী রেল জংশন এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে ঈশ্বরদী জংশন স্টেশনের একটি রেল লাইনে টেপে জড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পান রেলওয়ে নিরপত্তা কর্মীরা। বস্তুটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসছে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট।

    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, শুক্রবার রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বস্তু রেল লাইনে রেখে গেছে। ভোর রাতে রেলওয়ে নিরপত্তা কর্মীদের টহল দল বস্তটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। তবে সেটা আদৌ বোমা কিনা তা নিশ্চিত নয়। রাজশাহী থেকে র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা রওনা হয়েছেন।

    ইউএনও আরো জানান, প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন জনমনে আতংক সৃষ্টির জন্যই কেউ বোমা সদৃশ বস্তু রেখে গেছে। তবে, রেলপথের নিরপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। নাশকতায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০