- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ মার্চ ২০২২ | ১২:১০ অপরাহ্ণ
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগ্রাসী শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। মেহেদি মিরাজের বলে প্রথম উইকেটের পতন হওয়ার পর ম্যাচে ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এরপরই শুরু হয় তাসকিন আহমেদের আগ্রাসী বোলিং। কম সময়ের ব্যবধানে দ্রুত দুটি উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে আসে তামিমদের মাঝে।
ওই সময় দলকে কী পরামর্শ দিয়েছিলেন, সেটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচের পর তামিম ইকবাল বলেন, ‘আজকে ওরা যেভাবে শুরু করেছিল, তাতে এটা মনে করিনি যে দেড়শ রানে অলআউট করে দেব। কিন্তু একটা কথাই, সবাই বলেছি যে আমাদের যা আছে, আমরা সব যেন দিয়ে আসি মাঠে। এটাই ছিল আলোচনা। ওরা ভালো শুরুর পর আমরা যখন দ্রুত দুটি উইকেট পেলাম, আমার মাথায় একটাই ভাবনা ছিল, ‘উই উইল গো ফর কিল। নো ম্যাটার হোয়াট, আমরা আগ্রাসী থাকব। তাসকিন যত জোরে সম্ভব বল করবে এবং আমরা উইকেট নেব। ‘
৩৫ রানে ৫ উইকেট নিয়ে অধিনায়কের আস্থার দারুণ প্রতিদান দিয়েছেন তাসকিন। রান তাড়ায় নামার আগেও তামিম তার সতীর্ধদের উদ্দেশ্যে সতর্কতামূলক বক্তব্য দেন, ‘প্রথম ইনিংস শেষে আমার কথা একটাই ছিল যে, আমরা যেন এই ইনিংসে ১৫৪ বা ১৫৫ রানের ইনিংস হিসেবে না দেখি। আমাদের যেন চিন্তা থাকে যে ২৭০-২৮০ রান তাড়া করছি। কারণ এরকম ছোট রানের ম্যাচ অনেক সময় ট্রিকি হয়ে ওঠে। শুরুতে একটি-দুটি উইকেট পড়ে গেলে বিপদ হয়। আমাদের চিন্তাই ছিল যেন যতটা সম্ভব আগ্রাসী থাকতে পারি। ‘