- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ অক্টোবর ২০২২ | ৯:৪৮ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ার দুর্বৃত্তদের হামলায় মৌলভী মো. ইউনুস (৩৮) নামের আরেক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৯ নম্বর ক্যাম্পের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। মৌলভী মো. ইউনুস ক্যাম্পের সহকারী মাঝি ছিলেন।
মৌলভী মো. ইউনুস ওই ক্যাম্পের এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিমের ছেলে। অপরদিকে আহতের নাম মো. আনোয়ার। তিনি ওই ব্লকের মৃত নুর মোহাম্মদের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমেদ বলেন, দুর্বৃত্তরা রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকানের সামনে দুজনকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে ইউনুস মারা যান। মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত আনোয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে এপিবিএনের ফোর্স মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।
কয়েক সপ্তাহে ক্যাম্পের বিভিন্ন ব্লকে মাঝি-সহকারী মাঝিসহ একাধিক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় মামলা হয়েছে। সন্দেহভাজন একাধিক ব্যক্তি আটকও হয়েছেন।