- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ নভেম্বর ২০২১ | ৭:০৩ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে ২৮ জন রোহিঙ্গাকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় পাঁচ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এপিবিএন জানায়, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের মধ্যে চার জনকে মাদক মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে। এ ছাড়া সাত জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, সাত জনকে ১৬ হাজার টাকা জরিমানা এবং ১০ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, ‘ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্তক অবস্থানে রয়েছি। এ ছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে ক্যাম্পে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে।