• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    উত্তরায় খুন সন্ত্রাসে সক্রিয় ১১ কিশোর গ্যাং

    | ০৪ জুলাই ২০২১ | ১০:২৫ পূর্বাহ্ণ

    ২০১৭ সালের ৬ জানুয়ারি। ট্রাস্ট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান কবিরকে কুপিয়ে খুন করা হয়। রক্তাক্ত লাশ পড়েছিল তার স্কুলের অদূরে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে মেধাবী ছাত্র আদনান কিশোর গ্যাংয়ের নির্মম শিকার।

    আদনান হত্যাকাণ্ডের সঙ্গে নাইন স্টার, বিগবস এবং ডিস্কো বয়েজ নামের তিনটি গ্যাংয়ের সম্পৃক্ততা উঠে আসে। দেশজুড়ে আলোচিত চাঞ্চল্যকর এ ঘটনার ৩ বছর পেরিয়ে গেছে। কিন্তু উত্তরায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এতটুকুও কমেনি। বরং বেড়েছে।

    গত ৪ বছরে উত্তরায় কিশোর গ্যাংয়ের হাতে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। সর্বশেষ খুন হয় আরেফিন সাকিল। গত বছর ১১ মে ৮ নম্বর সেক্টরে এ হত্যাকাণ্ড ঘটে। সাকিলের পরিবার দক্ষিণখান থানার গোয়ালটেক এলাকার বাসিন্দা। হতদরিদ্র পরিবারটি এখনো বিচারের জন্য থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরছে।

    সংশ্লিষ্টরা বলছেন, একেকটি খুনের ঘটনার পর যথারীতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ে। ব্যাপক ধরপাকড়ের মুখে কিশোর গ্যাং সদস্যদের কিছুটা নিবৃত্ত হতেও দেখা যায়। কিন্তু কিছুদিন পরই সব আগের মতো হয়ে যায়। বর্তমানে উত্তরা এলাকায় নিত্যনতুন গ্যাং গজিয়ে উঠছে।

    বেশ কয়েকটি গ্যাংয়ের সদস্যরা ইতোমধ্যে মাদক সেবন থেকে শুরু করে মারামারি ও পেশাদার ছিনতাইকারী হিসাবেও নাম লিখিয়েছেন পুলিশের খাতায়। ইতোমধ্যে ৩২০ জন কিশোর গ্যাং সদস্যের নাম তালিকাভুক্ত করেছে পুলিশ। যারা রয়েছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের একেবারে সম্মুখভাগে।

    র‌্যাব এবং পুলিশের তালিকায় উত্তরা এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের বেশকিছু নাম উঠে আসে। এর মধ্যে পশ্চিম থানা এলাকায় ডিসকো বয়েজ, নাইন স্টার, নাইন এমএম বয়েজ গ্রুপ, বিগবস, পাওয়ার বয়েজ গ্রুপ এবং মাহবুবু গ্রুপ। তুরাগ এলাকায় সক্রিয় নিউ নাইন স্টার ও তালাচাবি গ্রুপ, দক্ষিণখান এলাকায় শান্ত গ্রুপ, ইয়াং স্টার ও ডিজে গ্রুপ। টঙ্গী এলাকায় বিগবস এমটি গ্রুপ, থ্রি স্টার গ্রুপ, ট্রিপল এক্স গ্রুপ, নাইট কিং ও সুপার ম্যাক্স গ্রুপ সক্রিয়।

    পুলিশের অনুসন্ধানে এসব গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসাবে স্থানীয় প্রভাবশালীদের কয়েকজনের নাম উঠে এসেছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০