• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চললো মেট্রোরেল

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২১ | ১২:৫৩ অপরাহ্ণ

    প্রথমবারের মতো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চললো মেট্রোরেল। এর আগে পরীক্ষামূলকভাবে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মোট ৬টি স্টেশনে পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করেছে। পরীক্ষামূলক এসব চলাচলে যাত্রী পরিবহন করা হচ্ছে না।

    আজ রবিবার (১২ ডিসেম্বর) সকালে মেট্রোরেলটি আগারগাঁও পর্যন্ত আসে। এসময় লাইনে দুপাশে দাঁড়িয়ে স্বপ্নের এই বাহনকে দেখেন পথচারী ও এলাকার বাসিন্দারা।

    মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, আগামী বছর ডিসেম্বরের মধ্যে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার উড়াল রেলপথে মেট্রোরেল বাণিজ্যিকভিত্তিতে চলাচল শুরু করবে। তবে এর আগেই নির্মিত রেলপথে ধাপে ধাপে চলছে পারফরম্যান্স টেস্ট। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন ভাগে ভাগ করে শুরুতে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে আসে। শেষ ধাপে আজ আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হলো।

    উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের প্রকল্প ২০২৩ সালের ডিসেম্বর শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের কাজ শেষ করে চালু করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আর এ লক্ষ্যে প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে।

    ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, এ রুটে চূড়ান্তভাবে মোট ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে আসন থাকবে মোট ৩০৬ জনের। তবে সাড়ে ৯ ফুট চওড়া এসব কোচের মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়েও ভ্রমণ করবেন। বসে এবং দাঁড়িয়ে, সব মিলিয়ে একটি ট্রেনে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১