- আজ রবিবার
- ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ আগস্ট ২০২২ | ৫:০৮ অপরাহ্ণ
চীনের সঙ্গে প্রচণ্ড উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের পর এই প্রথম মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করলো।
মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস অ্যান্টিট্যাম এবং ইউএসএস চ্যান্সেলরভিল স্থানীয় সময় রোববার তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে।
জাপানে অবস্থিত মার্কিন সপ্তম নৌবহরের সদর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গভীর সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার আলোকেই আন্তর্জাতিক আইন অনুসারে তাইওয়ান প্রণালীতে এই যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, কোন দেশের উপকূলীয় সীমা ব্যবহার করেনি ওই যুদ্ধজাহাজ দুটি। আন্তর্জাতিক আইন অনুমোদন দিলে আমেরিকা বিশ্বের যেকোন জায়গায় সামরিক বাহিনী এবং তাদের যুদ্ধজাহাজ পাঠাতে পারে।
তাইওয়ানকে চীন তার নিজস্ব ভূখণ্ড মনে করে এবং বিশ্বের বেশিরভাগ দেশ তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি মেনে চলে। চীন বারবারই বলে আসছে- তারা মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে যুক্ত করতে চায়; এজন্য প্রয়োজন হলে তারা শক্তিও প্রয়োগ করবে।
অপরদিকে যুক্তরাষ্ট্র এক চীন নীতি মেনে চললেও তাইওয়ানকে স্বাধীন ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের জনগণের মাঝে বিচ্ছিন্নতাকে উসকে দিচ্ছে। মার্কিন সরকার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জামও তাইওয়ানে পাঠায়।