- আজ সোমবার
- ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২১ | ৬:৩১ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা গ্রহণে বাধা কোথায়—বলে প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘তারা ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন, প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন আর উনার ক্ষেত্রে এত বাধা?
আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মান্না। এদিন দুপুর ১টার দিকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান তিনি। বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন মান্না।
মান্না বলেন, ‘সব রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের নেতারা এমনভাবে চাপ তৈরি করুন যেন সরকার বাধ্য হয় দ্রুত উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে।’
তিনি বলেন, ‘কোভিড-১৯ পরিস্থিতিতে এবং সিসিইউ’তে থাকা এরকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, বেগম খালেদা জিয়ার যেরকম চিকিৎসা দরকার, এখানে সেরকম সুযোগ নেই।’
মান্না বলেন, ‘ডাক্তাররা সার্বক্ষণিক চেষ্টা করেছেন। রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার বলছে তারা মানবিক। এই কি মানবিকের নমুনা? যেকোনও ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও মনে করবে, এরকম গুরুত্বপূর্ণ রোগীকে এভাবে চিকিৎসা দেওয়া কি ঠিক হচ্ছে?
এর আগে, দুপুর ১২টার দিকে মাহমুদুর রহমান মান্না জানান, তিনি খালেদা জিয়াকে দেখতে যাবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |