• আজ সোমবার
    • ২৭শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই সফর ১৪৪৭ হিজরি

    উপদেষ্টাদের ‘সততার’ ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

    উপদেষ্টাদের ‘সততার’ ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ আগস্ট ২০২৫ | ৬:৫৫ অপরাহ্ণ

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ‘সততার’ ওপর দলের পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। একটি সংবাদপত্রে প্রকাশিত সাবেক সচিবের বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন।

    মির্জা ফখরুল বলেন, একটি সংবাদপত্রে একজন সাবেক সচিব (নাম উল্লেখ না করে) বলেছেন যে, আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে জড়িত। এই বক্তব্যের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টার অত্যন্ত সম্মান করি এবং তাদের ইনটিগ্রিটির ওপরে আমরা আস্থা রাখি।”

    বিএনপি মহাসচিবের এই বিবৃতি আসার কারণ হলো, শুক্রবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার (বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা) অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা এই উপদেষ্টাদের দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে আছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

    আব্দুস সাত্তার অভিযোগের উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বে থাকা নূরজাহান বেগমের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১