• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে গেলেন ড. ইউনূস

    উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে গেলেন ড. ইউনূস

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ

    ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে যান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ফিরে গেছেন প্রধান উপদেষ্টা।

    ড. ইউনূস মিশরের কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগদান শেষে সন্ধ্যায় দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

    এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

    গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে হাসান আরিফকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

    হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সালে আইন পেশায় যুক্ত হন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০