- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৪:২০ অপরাহ্ণ
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আলী আশরাফের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শনিবার (১১ সেপ্টেম্বর) দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
এরআগে ৪ সেপ্টেম্বর তার পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সে সময় নিয়মিত প্রচার ও প্রচারণাও করেছিলেন তিনি।
প্রসঙ্গত, অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।