• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২১ | ১১:৪৮ পূর্বাহ্ণ

    আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রান ডিফেন্ড করতে গিয়ে তাসকিন (৪-০-১৮-২) দুর্দান্ত বোলিং করেছিলেন। প্রোটিয়াদের প্রথম তিন উইকেটের দুটিই নিয়েছিলেন এই ডানহাতি পেসার। তারপরেও ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

    তাই তো নিজে দুর্দান্ত বোলিং করেও খুশি হতে পারছেন না তাসকিন। তার ধারণা, আত্মবিশ্বাসের অভাবে বড় সংগ্রহ দাঁড় করাতে পারছেন না ব্যাটসম্যানরা। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয়েছে মাত্র ৮৪ রানে। ম্যাচ হারের কারণ হিসেবে অল্প পুঁজির কথাই বলেছেন তাসকিন।

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘আলহামদুলিল্লাহ বোলিং ভালো হয়েছে। কিন্তু দিন শেষে ম্যাচ জিততে না পারলে খারাপ লাগে। দুর্ভাগ্যবশত ভালো সংগ্রহ হয়নি। ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকার কারণে হয়তো ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু ভালো পুঁজি দাঁড় করাতে না পারায় ম্যাচটা হেরে গিয়েছি।’

    এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি। এই ব্যাপারে বাংলাদেশি পেসারের বক্তব্য, ‘আরও ভালো খেলা উচিত ছিল আমাদের। কয়েকটা জেতা ম্যাচ আমরা হেরে গিয়েছি। টি-টোয়েন্টি ও টেস্টে ভালো করতে আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১