• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ‘একদলীয় নির্বাচন এ দেশের সাধারণ মানুষ মেনে নেবে না’ : মির্জা আব্বাস

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২১ | ৬:৫৭ অপরাহ্ণ

    এই সরকারের অধীনে বিএনপি আর কোনও নির্বাচন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘একদলীয় নির্বাচন এ দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। বিএনপি সেই নির্বাচন প্রতিহত করবে। সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নয়, হুদা মার্কা ছাগল খোঁজা হচ্ছে।’

    আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকালে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    মির্জা আব্বাস বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সাজা দেওয়া হলেও সেই টাকা কিন্তু সোনালী ব্যাংকে এখন ফুলে ফেঁপে আট কোটি টাকা হয়েছে। আসলে দেশনেত্রীকে আটকে রাখতেই সরকার অপকৌশল নিয়েছে। শেখ হাসিনার সরকার মনে করে, তিনি (বেগম জিয়া) বাইরে থাকা মানেই তাদের সব বিপদ।’

    বর্তমান সরকারকে জুলুমবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা সভা-সমাবেশে এই সরকারকে খুন-গুম-লুণ্ঠনের সরকার বলেছি; আজ সারাবিশ্ব সেটি জেনেছে। এই সরকারের সাবেক সেনাপ্রধান আব্দুল আজিজের দুই ভাইকে মুক্তি দিয়ে বিদেশে পাঠালেও অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে সুচিকিৎসা নিতে বাধা দিচ্ছে। সারা বিশ্ব আজ এই সরকারকে চিনে ফেলেছে; সে কারণে কয়েকজনের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।’

    যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আইনি কোনও বাধা নেই- আইনমন্ত্রী আমাদের এই কথা বললেও তারা সেই বিষয়ে কোনও ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের কেউই মুক্তিযুদ্ধ করেননি; এমনকি ৩০ লাখ শহীদের মধ্যে তাদের কেউ নেই। কেননা যুদ্ধ শুরু হলে তারা সব পালিয়ে ভারতে চলে যায়। সেই সময় মেজর জিয়া শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি, সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন।’

    তিনি বলেন, ‘আজকের এই মহাসমাবেশ যাতে না হতে পারে, সে কারণে যশোরের সব যানবাহন এমনকি রিকশাও বন্ধ করে দিয়েছে। তার প্রশাসন শহরের সব মাইকের দোকান, ডেকোরেশনের দোকান গতকাল রাতেই বন্ধ করে দেয়। কিন্তু শহীদ জিয়ার সৈনিকরা, খালেদার জিয়ার সৈনিকরা- সেসব বাধা উপেক্ষা করে ২০-৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে মহাসমাবেশে যোগ দিয়েছে।’

    গণসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার ভেতরে কোনও মানবিকতা নেই। আপনি চাইছেন বিএনপিকে নিশ্চিহ্ন করে সারাজীবন ক্ষমতায় থাকতে। কিন্তু আপনার সে আশা কোনও দিন পূরণ হবে না। এই সরকার গত ১০ বছরে যে টাকা পাচার করেছে, তা দিয়ে ১০টি পদ্মা সেতু হয়ে যায়। সারা বিশ্ব আজ জেনে গেছে এটি একটি ফ্যাসিস্ট সরকার।’

    বিএনপির গণসমাবেশে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, ধর্মবিষয়ক সহ-সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, স্থানীয় বিএনপি নেতা মারুফুল ইসলাম মারুফ, মো. নূর উন নবী, সাবিরা নাজমুল মুন্নী, আবুল হোসেন আজাদ, ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব, নূরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০