- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২১ | ৮:৪৫ পূর্বাহ্ণ
তথ্য মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালের তালিকা পেলে, একদিনেই বন্ধ করা সম্ভব। এ কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তবে, তথ্যমন্ত্রী বলছেন, নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তাই যাচাই-বাছাই ছাড়া একসাথে সব বন্ধ করা কতোটুকু সমীচীন হবে, সেই ভাবনা আদালতের কাছে উপস্থাপন করা হবে।
অনিবন্ধিত নিউজ পোর্টালের দৌরাত্মের বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এসব পোর্টাল বন্ধে ১৪ সেপ্টেম্বর বিটিআরসি ও প্রেস কাউন্সিলকে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, তথ্য মন্ত্রণালয়ের কাছে তালিকা চাওয়া হয়েছে। তা পেলে একদিনের মধ্যেই অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা সম্ভব।
তবে, যাচাই-বাছাই ছাড়া সাত দিনের মধ্যে অনিবন্ধিত সব নিউজ পোর্টাল বন্ধ করা ঠিক হবে কিনা সেটি ভাবনার অবকাশ আছে বলে মনে করেন, তথ্যমন্ত্রী।