• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    একদিনে ভারতে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৪:৫১ অপরাহ্ণ

    বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এই পরিমাণ ছিল ৩৭ হাজার ৩৭৯ জন। সেই হিসেবে দেশটিতে একদিনে করোনা আক্রান্ত বেড়েছে ৫৫ শতাংশ। এছাড়া দেশটিতে মোট ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এদের বেশিরভাগই মহারাষ্ট্রের (৬৫৩ জন), এরপরই রয়েছে দিল্লি (৪৬৪ জন)।

    টিকা প্রদান ক্রমাগতভাবে দ্রুত করছে ভারত। বর্তমানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়া চলছে। দেশটিতে ইতোমধ্যে ১৪৭ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে।

    ভারতে বর্তমানে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯৮.০১ শতাংশ। বিগত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ হাজার ৩৮৯ জন সুস্থ হয়েছে। দেশটিতে মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৮০৩ জন।

    ভারতে বর্তমানে সক্রিয় আক্রান্তের পরিমাণ মোট আক্রান্তের এক শতাংশেরও কম। বর্তমানে তা ০.৬১ শতাংশ। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪ জন।

    সাপ্তাহিক আক্রান্তের হার ২.৬০ শতাংশ। আর দৈনিক আক্রান্তের হার বর্তমানে ৪.১৮ শতাংশ।

    সংক্রমণ ঠেকাতে ভারতের বেশ কয়েকটি রাজ্য ইতোমধ্যে রাত্রীকালীন কারফিউ এর মতো বিধিনিষেধ আরোপ করেছে।

    এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় আরও নতুন এবং বিপজ্জনক ভ্যারিয়েন্টের উদ্ভব হওয়ার ঝুঁকি বাড়ছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০