• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    একদিনে যুক্তরাষ্ট্রে ৫০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

    একদিনে যুক্তরাষ্ট্রে ৫০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৫ | ৯:২৩ অপরাহ্ণ

    নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে একদিনে ৫০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারের পরিসংখ্যান জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে কয়েকশ’ জনকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

    ক্যারোলিন লিভিট আরও বলেন, ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে।

    এক এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, এই ঘটনা তার একটি ছোট নমুনা।

    স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

    গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে হানা দিয়ে তাদের গ্রেফতারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেয়ার দুই দিন পরে এই অভিযান চালানো হল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০