• আজ বৃহস্পতিবার
    • ২৫শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই জিলকদ ১৪৪৬ হিজরি

    এক মাসের মধ্যে ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

    এক মাসের মধ্যে ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৪ | ৪:৪৮ অপরাহ্ণ

    বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) রাজনৈতিক দল হিসেবে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট। নির্বাচন কমিশনকে আদালতের এই রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রায় দেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

    এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) এক মাসের মধ্যে নিবন্ধন দিতে রুল জারি করেছিলেন হাইকোর্ট। নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম।

    ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে নথিসহ আবেদনপত্র জমা দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তখন বিডিপিকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১