• আজ শুক্রবার
    • ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এনসিপির পথসভা: ফরিদপুরে নিরাপত্তা জোরদার

    এনসিপির পথসভা: ফরিদপুরে নিরাপত্তা জোরদার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জুলাই ২০২৫ | ৫:৫৩ অপরাহ্ণ

    ফরিদপুরে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা আয়োজনের প্রস্তুতি চলছে। সমাবেশ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

    পূর্বের সময়সীমা অনুযায়ী এ পথসভাটি সকাল ১০টায় হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টায় করা হয়েছে।

    জানা গেছে, পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে বুধবার রাতেই গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরের পথসভার শেষ করে ফরিদপুরে এসে রাতে অবস্থান করার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হাঙ্গামার পর তারা খুলনা চলে যান এবং খুলনায় রাত কাটিয়ে আজ ফরিদপুরের জনসভায় যোগ দেবেন। তাদের ফরিদপুরের মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।

    এদিকে এ পথযাত্রাকে সামনে রেখে এবং গত বুধবার গোপালগঞ্জের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে নিশ্চিত নিরাপত্তা নিয়েছে পুলিশ। শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টার দিকে সমাবেশস্থলে এসে দেখা যায় মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। ইতোমধ্যেই বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছে এবং পুলিশ সদস্যদের মঞ্চের আশপাশের এলাকায় দেখা গেছে।

    ফরিদপুর এনসিপির জ্যৈষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, ফরিদপুরের সকাল ১০টার বদলে দুপুর সাড়ে ১২টায় পথসভা শুরু হবে। নেতারা এখনো ফরিদপুর এসে পৌঁছানি।

    ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাস্থলে আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য। এছাড়া সেনাবাহিনী এবং র‍্যাবের সদস্যরা টহল দেবে। আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পরিবেশে জাতীয় নাগরিক পার্টির পথসভা সম্পূর্ণ হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১