• আজ শুক্রবার
    • ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলকদ ১৪৪৬ হিজরি

    এপ্রিলে ঢাকায় আসতে পারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

    এপ্রিলে ঢাকায় আসতে পারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ

    আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অর্থনৈতিক লাভের বিষয়টিকে আগে খতিয়ে দেখতে হবে। না হলে এ সম্পর্ক গভীর হবে না।

    আরেক দফা পেছাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফর। এর আগে জানুয়ারিতে দেশটির বেশকিছু গণমাধ্যম জানায়, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসবেন। যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এ সফর হতে পারে ঈদুল ফিতরের পর।

    প্রায় এক যুগ পর ঢাকা-ইসলামাবাদ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্যসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু থাকবে আলোচনায়। একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত ইস্যুতে কথা বলতে চায় ঢাকা।

    আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোস্তফা সারোয়ার বলেন, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করতে গিয়ে যেন বন্ধু হারাতে না হয়, সে বিষয়টিও নজরে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১