- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ জুন ২০২৫ | ৬:০০ অপরাহ্ণ
গত শনিবার (৩১ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো। রামদা হাতে একজন যুবক সেখানে ঢুকে পড়েন এবং অভিনেতা শাকিব খানকে খুঁজতে থাকেন, যার কাছে তিনি টাকা পান বলে দাবি করেছেন। এ ঘটনায় মানিক মিয়া নামের ওই যুবককে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
জানা গেছে, যুবকটি ‘গলুই’ সিনেমার শুটিংয়ের সময় কাজ করেছিলেন এবং সেই কাজের পারিশ্রমিক হিসেবে শাকিব খানের কাছে টাকা পান বলে দাবি করছিলেন।
নির্মাতা গাজী মাহবুব গণমাধ্যমকে জানান, “হঠাৎ হৈচৈ শুনে আমরা বেরিয়ে দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে আর চিৎকার করে শাকিব খানের নাম ধরে ডাকছে। আমরা তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, শাকিব খানের কাছে তার পাওনা টাকা আছে এবং সে শাকিব খানকে খুঁজতে এফডিসিতে এসেছে।”
গাজী মাহবুব আরও বলেন, যুবকটি নিজেকে জামালপুরের বাসিন্দা বলে পরিচয় দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ মামলা করেছে এবং আটককৃত যুবককে রবিবার (১ জুন) আদালতে পাঠানো হয়েছে। যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন।