• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    এবার ইমরান খান ও পিটিআই নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

    এবার ইমরান খান ও পিটিআই নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ অক্টোবর ২০২৪ | ৯:৪০ পূর্বাহ্ণ

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে সারাদেশে অনুষ্ঠিত বিক্ষোভের কারণে লাহোর ও রাওয়ালপিন্ডিতে পুলিশ এ মামলা দায়ের করেছে।

    পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মামলা দায়ের হওয়া পিটিআই নেতাদের মধ্যে রয়েছেন— হাম্মাদ আজহার, সালমান আকরাম রাজা, গুলাম মহিউদ্দিন, এমপিএ শাহবাজ, মুসাররাত জামশেদ চিমা, শেখ ইমতিয়াজ, আলি ইমতিয়াজ ও সাব্বির গুজার।

    পুলিশের এফআইআরে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান কারাগার থেকেই দলের নেতা-কর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে সহিংস হতে উসকে দিচ্ছেন। তাঁর উসকানিতে ফলে পিটিআই নেতা-কর্মীরা রাষ্ট্রবিরোধী স্লোগান ও ভাঙচুরের মতো কাজ করছেন। তাঁদের মারধরে পুলিশ কনস্টেবল বিলাল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে পিটিআইয়ের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে লাহোরের হানজারওয়ালে ২০, মিল্লাত পার্ক থানায় ১০ এবং রাওয়ালপিন্ডিতে ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

    এ ছাড়া সন্ত্রাসবাদের মামলায় ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাঁদের আদালতে নিয়ে ২০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ছাড়া গতকাল সোমবার আদালত পিটিআইয়ের ৯জন নারী কর্মীকে আদিয়ালা কারাগারে পাঠিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০