- আজ বৃহস্পতিবার
- ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ জানুয়ারি ২০২৪ | ৫:০২ অপরাহ্ণ
বর্তমানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির কল্যাণে কৃত্তিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক দূর এগিয়ে গেছে বিশ্ব। এবার জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর যন্ত্রাংশ তৈরিতেও এবার ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
যুক্তরাষ্ট্রের কারখানায় মানবাকৃতির এআই রোবটের মাধ্যমে এসব গাড়ির যন্ত্রাংশ তৈরি করা হবে। এ জন্য বিএমডব্লিউ রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিগার’-এর সঙ্গে চুক্তিও করে ফেলেছে।
ক্যারোলাইনায় অবস্থিত বিএমডব্লিউয়ের গাড়ি তৈরির কারখানায় প্রায় ১১ হাজার কর্মী রয়েছেন। ফিগারের তৈরি রোবটগুলো এই কারখানায় মানুষের পাশাপাশি গাড়ির কাঠামোসহ (বডি) বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করবে।
কারখানায় কাজের উপযোগী করে তুলতে প্রশিক্ষণও দেওয়া হবে রোবটগুলোকে। জানানো হয়েছে, আগামী এক-দুই বছরের মধ্যে রোবটগুলো বিএমডব্লিউয়ের কারখানায় কাজ শুরু করবে।