- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ
লেবাননের রাজধানী বৈরুত ও দিক্ষণাঞ্চলের পর এবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার ভোরে প্রথমবারের মতো ওই এলাকায় হামলা শুরু করে ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থীশিবিরে ওই হামলা হয়েছে। এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের এক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন।
এদিকে দক্ষিণাঞ্চলীয় বৈরুত শহরেও নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোরও পরিকল্পনা করছেন ইসরায়েলি সেনারা।
সুন্নি অধ্যুষিত বন্দরনগরী ত্রিপোলিতে হামলার ব্যাপারে ইসরায়েলি বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।
এর আগে শুক্রবার (৪ অক্টোবর) লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। লেবাননে চালানো ইসরায়েলি হামলায় এরই মধ্যে দুই হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অনেকে। লেবাননের হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।