- আজ শুক্রবার
- ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ মে ২০২১ | ৮:১১ অপরাহ্ণ
ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। মানুষের শরীরের চোখ, মস্তিস্ক বা ফুসফুসে এই ছত্রাক পড়ে। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে পাশের দেশ ভারত যখন জেরবার তখন গোদের ওপর বিষফোঁড়া হয়েছে দাঁড়িয়েছে বিরল এই ছত্রাকের সংক্রমণ।
মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট হয়ে পশ্চিমবঙ্গ, ভারতে হাজার ছাড়িয়েছে করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা।
এবার হানা দিয়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত অন্তত দুইজন করোনা থেকে সেরে ওঠা রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।
রাজধানীর বারডেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লাভলী বাড়ৈ এতথ্য নিশ্চিত করেন। আক্রান্ত দুজনই পুরুষ, যাদের বয়স ৪৫ আর ৬০।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আহমেদ আবুল সালেহ বলেন, মূলত করোনা থেকে সেরে উঠেছেন কিন্তু ডায়াবেটিকস আছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় নেই তারাই ব্ল্যাক ফাঙ্গাসের ঝুঁকিতে থাকবেন।
আজ মঙ্গলবার (২৫ মে) দেশে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমণ সন্দেহে একজন মারা গেছে। এই তথ্য জানিয়েছেন, বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের প্রধান দেলোয়ার হোসেন। মারা যাওয়া ব্যক্তি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এটিই দেশে ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে প্রথম মৃত্যু।