• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    এবার বরুণের সঙ্গে সামান্থা জুটি হবেন

    এবার বরুণের সঙ্গে সামান্থা জুটি হবেন

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ মার্চ ২০২২ | ৪:০০ অপরাহ্ণ

    বরুণ ধাওয়ান বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ড্যাশিং অভিনেতা। যার প্রচুর ভক্ত রয়েছে। অন্যদিকে দক্ষিণ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও তুমুল জনপ্রিয়দের একজন। ২০১০ সালে গৌতম বাসুদেব মেননের তেলেগু রোম্যান্স ফিল্ম ‘ইয়ে মায়া চেসাভে’-তে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। তার পর থেকে কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি।

    শোনা যচ্ছে এবার বরুণের সঙ্গে সামান্থা জুটি হবেন। ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুশো ব্রাদার্সের পাশাপাশি রাজ এবং ডিকে পরিচালিত ‘সিটাডেল’ সিনেমায় কাজ করছেন তারা।

    গতকাল (১১মার্চ) আন্ধেরিতে একসঙ্গে দেখা গেছে তাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাদের ছবি।

    ছবিতে দুই তারকাকে হাসি খুশি দেখাচ্ছিল। বরুণ কমলা রংয়ের টি শার্ট এবং গাঢ় নীল জিন্সে ড্যাশিং ছিলেন। অন্যদিকে সামান্থা কালো এবং সবুজ জ্যাকেট এবং কালো জিন্সে চমৎকার লুকে হাজির। দুজনের সঙ্গে দেখা গেছে পরিচালক রাজ ও ডিকেকেও। দেখে মনে হচ্ছে ‘সিটাডেলের’ প্রস্তুতি পুরোদমে চলছে।

    নির্মাতারা একটি নতুন জুটির সন্ধানে ছিলেন এই ছবিটির জন্য। শেষ পর্যন্ত তারা বরুণ ও সামান্থাকে বেছে নিয়েছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০