• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এশিয়ান গেমসে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

    এশিয়ান গেমসে ভারতের কাছে বাংলাদেশের বড় হার

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩ | ৪:০৫ অপরাহ্ণ

    একদল অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে একঝাঁক উদীয়মান ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছিল এবারের এশিয়ান গেমসের স্কোয়াড। স্বভাবতই ভালো কিছুর আশা টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাদের প্রতি ছিল দেশের ক্রিকেট ভক্তদের।

    বাংলাদেশ দলের কাছে দুঃস্বপ্নের এক প্রতিপক্ষের নাম ভারত। এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে নারীদের পর এবার পুরুষ দলকেও হারালো রীতিমতো ভারত। ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সোনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেলো বাংলাদেশের।

    শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯টায় হ্যাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভারে ৯৭ রান তুলে ফেলে ভারত।

    বাংলাদেশের দেওয়া ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। শূন্য রানে যশস্বী জশওয়াল ফিরলেও কেন সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। গায়কোয়াড় ও তিলক বাংলাদেশি বোলারদের তুলোধুনা করেন। গায়কোয়াড় ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে এবং তিলক ২৬ বলে ২ চার ও ৬ ছক্কা ৫৫ রানে অপরাজিত থাকেন।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দিশেহারা হয়ে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। ক্রিজে সুবিধামত টিকতে পারেননি কেউই। মাত্র তিনজন ব্যাটার তিন অঙ্কের দেখা পান। সর্বোচ্চ অপরাজিত ২৪ রানের ইনিংস খেলেন সাত নম্বরে ব্যাট করা জাকের আলি অনিক। এ ছাড়া ওপেনার পারভেজ হোসেন ইমন ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। দশম ব্যাটার হিসেবে নামা রাকিবুল হাসান ২টি চার ও ১টি ছক্কায় ৬ বলে ১৪ রান করেন।

    এ ছাড়া মাহমুদুল হাসান ৫, সাইফ ২, জাকির হাসান ০, আফিফ হোসেন ৭ রান করেন। মূলত ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। ভারতের পক্ষে স্পিনার সাই কিশোর ১২ রানের বিনিময়ে ৩টি, এবং আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ২টি উইকেট শিকার করেন।

    মানবকণ্ঠ/আরএইচটি

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১