- আজ মঙ্গলবার
- ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ আগস্ট ২০২২ | ৬:০৪ অপরাহ্ণ
আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের খুব একটা দেরি নেই। এই টুর্নামেন্টের জন্য আজ (শনিবার) ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি ও সাকিব আল হাসানের বেটউইনারের সঙ্গে চুক্তির জেরেই দল ঘোষণায় বিলম্ব হয়েছে। আজ বিকালে সাকিবের সঙ্গে বৈঠক শেষে দল ঘোষণা করেছে বিসিবি।
দীর্ঘদিন পর সাব্বির রহমানকে ফিরিয়েছে বাংলাদেশ। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হওয়া এবাদত হোসেন সুযোগ পেয়েছেন এশিয়া কাপের দলে। এছাড়া আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।