• আজ মঙ্গলবার
    • ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৪শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

    এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২২ | ৫:৫৪ অপরাহ্ণ

    এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা লড়াইয়ে আজ মাঠে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা।

    সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। অপরদিকে, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেশের জনগণকে শিরোপা উপহার দিতে চান লঙ্কান অধিনায়ক।

    আজ রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। শিরোপা নির্ধারণী ম্যাচে দু’দলে থাকছে একাধিক পরিবর্তন।
    আফগানিস্তান ম্যাচে ব্যাটিং করার সময় হালকা ইনজুরিতে পড়েন স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। তাকে বিশ্রামে দিয়ে নেওয়া হয় উসমান কাদিরকে। ফাইনালে শাদাব ফিরছেন নিশ্চিত। আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নাসিম শাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার বদলে নেওয়া হয় হাসান আলিকে।

    উসমান কাদির ১ উইকেট পেলেও হাসান আলি ছিলেন উইকেট শূন্য। তাই হাসান আলির বদলে দলকে ফাইনালে ওঠানোর নায়ক নাসিম শাহ নিশ্চিত থাকছেন আজকের ম্যাচে।

    অপরদিকে, শুক্রবারের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে শ্রীলঙ্কাও। চারিথ আসালাঙ্কা এবং আসিথা ফার্নান্দোকে বসিয়ে ধনঞ্জয়া ডি সিলভা এবং তরুণ প্রমোদ মাদুশানকে একাদশে সুযোগ দেয় লঙ্কান টিম ম্যানেজমেন্ট। টি-টোয়েন্টি অভিষেক ঘটে প্রমোদ মাদুশানের। দুটি উইকেট শিকার করেছেন তিনি। তাই ফাইনালে তাকে দেখা যেতে পারে দলে।

    দুই দলের পরস্পরের মুখোমুখিতে পাকিস্তানের জয় ১৩ এবং শ্রীলঙ্কার ৯।

    দুই দলের সম্ভাব্য একাদশ

    পাকিস্তান একাদশ:

    বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

    শ্রীলঙ্কা একাদশ:

    পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন সাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, দিলশান মধুশঙ্কা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১