• আজ শুক্রবার
    • ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল

    এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জুলাই ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ণ

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যা মোট পরীক্ষার্থীর এক-তৃতীয়াংশের কাছাকাছি। এদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী।

    বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির।

    তিনি জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন পাস করেছে।

    এবারের ফলাফলে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট মহল এবং অভিভাবকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর ফেল করার কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন অনেকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১