- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুলাই ২০২৩ | ৮:৩৫ অপরাহ্ণ
একদফার আন্দোলনেই সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে গণফোরাম-পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও পিপলস পার্টির লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির বৈঠক হয়। বৈঠকে চলমান আন্দোলন চূড়ান্ত পর্যায়ে কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আশাবাদী দেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। এই সংসদ বিলুপ্ত করে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে এই সরকারকে জনগণ বাধ্য করবে।
‘একদফা’ আন্দোলনের কর্মকৌশল চূড়ান্তকরণের বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যুগপৎ আন্দোলনের আগামীদিনের কর্মসূচি কি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা কতগুলো দফা দিয়েছিলাম যেসব দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি।
এটাকে কিভাবে কাছকাছি আনা যায়, এক দফার আন্দোলনটা কবে নাগাদ শুরু করা যায় এবং কবে ঘোষণা করা যায়, কিভাবে শুরু করা যাবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সামনে নির্বাচন। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না এবং জনগণ সেটা গ্রহণ করবে না। সেই লক্ষ্যে এক দফার আন্দোলনে হবে অচিরেই।
আজকের বৈঠকে দুই দল একমত যে, খুব দ্রুততম সময়ে একটা যৌথ ঘোষণা আমরা জাতির সামনে উপস্থাপন করব এবং তারপরে বাংলাদেশব্যাপী একটা গণসম্পৃক্ততা নিয়ে গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বাধ্য করা হবে। বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আন্তর্জাতিক বলয় থেকেও আমরা যথেষ্ট সাহায্য-সহযোগিতা পাচ্ছি।
এই বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী ও মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব ছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।