- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ ডিসেম্বর ২০২৪ | ৪:২১ অপরাহ্ণ
ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি জানতে চেয়েছেন তা সরকার অবগত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে উপদেষ্টা এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদেরের দেশে থাকা নিয়ে কোনো তথ্য সরকারের কাছে ছিল না। তবে হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেফতার করা হবে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের ১৬ এমপিকে আগেই দেশ থেকে ভাগিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে আবারও অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী এসময় আবারও নিশ্চিত করলেন, যারা দোষী না মামলা হলেও তাদের কিছুই হবে না।