- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ জুলাই ২০২৫ | ৬:১৪ অপরাহ্ণ
জ্বালানি পাচারের অভিযোগে ইরান ওমান সাগরে জ্বালানি বহনকারী একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে। দেশটির বিচার বিভাগের এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিচার বিভাগের মিজান অনলাইন আউটলেট অনুসারে, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বিচার বিভাগীয় প্রধান মোজতাবা গাহরেমানি বলেছেন, জাহাজের মালামালসংক্রান্ত আইনি নথিপত্রে ত্রুটি থাকার কারণে ওমান সাগরে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটিতে ২০ লাখ লিটার জ্বালানি বহন করা হচ্ছিল।
তিনি আরো বলেছেন, বিদেশি ট্যাংকারের ক্যাপ্টেন, ক্রুসহ ১৭ সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে আটককৃতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রমাণ সংগ্রহ, নথি যাচাই, জ্বালানি পরীক্ষা ও মালামালের পরিমাণ নিশ্চিত করার কাজ চালিয়ে যাচ্ছে।
ইরানের বিপ্লবী গার্ডরা উপসাগরে ১৫ লাখ লিটার ডিজেল পরিবহনের অভিযোগে তানজানিয়ার পতাকাবাহী দুটি ট্যাংকার আটক করার কয়েক মাস পর এই জব্দের ঘটনা ঘটল।
পরে আইনি প্রক্রিয়ার জন্য ওই জাহাজগুলোকে বুশেহর বন্দরে স্থানান্তর করা হয়। ইরানি গণমাধ্যম অনুসারে, সি রেঞ্জার ও সালামা নামের জাহাজগুলোতে ২৫ জন বিদেশি ক্রু সদস্য ছিলেন।
ইরানে জ্বালানি চোরাচালান একটি পুনরাবৃত্ত সমস্যায় পরিণত হয়েছে, যেখানে ব্যাপক ভর্তুকির কারণে দেশটির অভ্যন্তরীণ জ্বালানির দাম বিশ্বে অন্যতম নিম্নতম পর্যায়ে রয়েছে।