- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ২:৫৭ অপরাহ্ণ
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকায় আবারও হোম অফিস চালু করেছে ইংল্যান্ড। প্ল্যান বি-এর আওতায় এটি কার্যকর হবে। বাড়ছে করোনার সংক্রমণ, ফের হোম অফিস চালু ইংল্যান্ডে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, ইংল্যান্ডের বাসিন্দাদের এখন থেকে ঘরে বসেই অফিসের কাজ করা উচিত।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে দেশটিতে। এছাড়া নৈশক্লাব ও অন্যান্য ভেনুতে প্রবেশে আগামী বুধবার থেকে ভ্যাকিসন পাশ দেখাতে হবে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কোভিডের বিধিনিষেধ আরোপ থাকা সত্ত্বেও যুক্তরাজ্যে ওমিক্রনের মতো ভ্যারিয়েন্টের মুখোমুখি হয়েছে। নতুন ভ্যারিয়েন্টে ঢেউ আসছে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী বরিস।
ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় অতিরিক্ত পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে প্ল্যান বি চালু করে দেশটির সরকার। চলতি সপ্তাহের মধ্যেই ব্রিটেনে দাপট দেখাতে পারে বলে শঙ্কা রয়েছে। নতুন বিধিনিষেধের বিষয়ে আজ সোমবার (১৩ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে করোনার ঊর্ধ্বগতির কারণে ব্রিটেনের ৩৬ শতাংশ মানুষ হোম অফিস করে।
এদিকে, ব্রিটেনে রবিবারও করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার।