- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:২১ অপরাহ্ণ
ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের শেষ নেই। পুরো বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন স্ট্রেইন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামী মঙ্গলবার ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের বরাতে শনিবার এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।
ভাষণে তিনি শীতকালীন পরিকল্পনা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। করোনার প্রতিষেধক টিকা না নিলে শীতে গুরুতর অসুস্থতা ও মৃত্যু ডেকে আনতে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ বাইডেন। যারা টিকা নেয়নি তাদের দ্রুত নেওয়ার আহ্বান জানান।
অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে ইউরোপের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বড়দিনে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতোমধ্যে ৯০টির মতো দেশে এই ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছে।