• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ওয়ানডে সিরিজ শুরুর আগে দুর্ভাবনায় বাংলাদেশ শিবির

    | ১৩ জুলাই ২০২১ | ১০:২১ পূর্বাহ্ণ

    ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠেই হবে সব ম্যাচ। রবিবার একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে হারানোর পর সোমবার ওয়ানডের মিশন ‍শুরু করেছে সফরকারীরা।

    ওয়ানডে সিরিজ শুরুর আগে দুর্ভাবনায় বাংলাদেশ শিবির। হাঁটুর চোটে একমাত্র টেস্টে মাঠে নামতে পারেননি তামিম ইকবাল। ৫০ ওভারের সিরিজে ওয়ানডে অধিনায়ককে পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও আছে সংশয়।

    পরিসংখ্যানে জিম্বাবুয়ে থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। দুই দল সব মিলিয়ে ৭৫টি ওয়ানডে খেলেছে। যার মধ্যে বাংলাদেশ জিতেছে ৪৭ ম্যাচ। অবশ্য জিম্বাবুয়ের মাটিতে জয় সংখ্যায় পিছিয়ে বাংলাদেশ। ২৮ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ১৩টিতে, জিম্বাবুয়ের জয় ১৫টিতে।

    এদিকে ওয়ানডে সিরিজ খেলতে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। তবে ভিসা ভিসা জটিলতার কারণে রুবেল হোসেন ও যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেন জিম্বাবুয়ে যেতে পারেননি। বিসিবি সূত্রে জানা গেছে আজকালের মধ্যেই দুজন দেশ ছাড়বেন।

    আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১