• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    কক্সবাজারে বিমান বাহিনীর সাথে জনতার সংঘর্ষে নিহত ১, আহত ১০

    কক্সবাজারে বিমান বাহিনীর সাথে জনতার সংঘর্ষে নিহত ১, আহত ১০

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ

    কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ায় বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষে শেয়াক উদ্দিন নাহিদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমান বাহিনীর গুলিতে ওই যুবক মারা গেছেন।

    নিহত শেয়াক উদ্দিন নাহিদ কক্সবাজার প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাক্টর নাসির উদ্দিনের ছেলে।

    সোমবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

    স্থানীয়রা জানিয়েছেন, জাহেদ হোসেন নামের এক যুবক কক্সবাজার পৌর এলাকার ১নং ওয়ার্ডের বাড়ি থেকে শহরে আসার পথে পথিমধ্যে বিমান বাহিনীর লোকজন তাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। এই খবর এলাকায় পৌঁছালে শত শত লোকজন এগিয়ে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই সময় বিমান বাহিনী উত্তেজিত জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

    কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। আমরা পরিস্থিতি দেখছি।

    কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আমিও ঘটনাস্থলে আছি।

    তিনি বলেন, আমরা একদিকে আছি, জনতা অন্যদিকে আছে। আমরা এলাকা শান্ত রাখার চেষ্টা করছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১