• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    কক্সবাজারে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরিয়ার আদর

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২১ | ১:১৭ অপরাহ্ণ

    কক্সবাজার জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৭ বছর বয়সে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম আদর। চতুর্থ ধাপে গত রবিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন।

    হাসানুল ইসলাম আদর ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বৈরাগিরখিল এলাকার মকছুদ আলমের ছেলে। নির্বাচন অফিস কার্যালয়ে হলফনামায় প্রদত্ত তথ্যমতে তার বয়স ২৭ দেখানো হয়েছে।

    তিনি কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইন্সটিটিউট থেকে অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

    নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলাম। স্বপ্ন দেখতাম রাজনীতি করে কিভাবে জনসেবা করা যায়। সেই মনোবৃত্তি থেকে চাকরি না করে ব্যবসার পাশাপাশি জনসেবামূলক কাজে সম্পৃক্ত হই। জনগণের সমর্থনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এই সমর্থন দিয়ে আজ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন ডুলাহাজারার জনগণ। আমি ডুলাহাজারার জনগণের কাছে কৃতজ্ঞ। এই এলাকার প্রত্যন্ত এলাকায় যথাসাধ্য উন্নয়ন ও প্রধানমন্ত্রীর ‘গ্রাম হবে শহর’ এই ভিশন নিয়ে কাজ করে যাব।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১