- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
| ২৩ জুলাই ২০২১ | ১০:১৯ পূর্বাহ্ণ
বিধিনিষেধ শিথিলের পর শুক্রবার ভোর ৬টা থেকে আবার ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে।
ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার যানবাহন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, সরকারের জারি করা নির্দেশ রাতেই পেয়েছি। তবে বৃহস্পতিবার রাতে আটকে থাকা যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। এগুলো পারাপার শেষ হলেই কঠোর লকডাউনের নির্দেশনা মেনে নিয়ম অনুযায়ী গাড়ি পারাপার করা হবে।