- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২২ | ৪:১৯ অপরাহ্ণ
রাজধানীর কমলাপুরের টিটিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২২) এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে কমলাপুরের টিটিপাড়া এলাকায় গিয়ে দেখতে পাই, এক যুবকের মরদেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, ডেমু ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মাথা আলাদা হয়ে গেছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।