- আজ সোমবার
- ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৩ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মে ২০২১ | ১০:২০ পূর্বাহ্ণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার সকালেই খবর পাওয়া গিয়েছিল, করোনায় আক্রান্ত তার বাবা প্রকাশ পাড়ুকোন। ভারতের বেঙ্গালুরুর এক হাসপাতালে ভর্তি রয়েছেন এই ব্যাডমিন্টন কিংবদন্তি। কয়েক ঘণ্টার মধ্যেই তার মেয়ের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলা। আপাতত তিনি বেঙ্গালুরুর বাড়িতেই রয়েছেন পরিবারের সঙ্গে।
মঙ্গলবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত দীপিকার পুরো পরিবার। ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং ছোট মেয়ে অনিশার উপসর্গ দেখা গিয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশের ঘনিষ্ঠ বন্ধু বিমল কুমার বলেছেন, ‘করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। নিভৃতবাসে ছিল ওরা। প্রকাশের জ্বর না কমায় শনিবার হাসপাতালে ভর্তি করা হয় ওকে।’ তবে প্রকাশ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। তিন দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেতে পারেন।