- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২১ | ৭:০৫ অপরাহ্ণ
করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা হলো ২৭ হাজার ৬১৪ জন। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ৬৯৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।
মঙ্গলবার (৫ অক্টোবর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে রোববার (৩ অক্টোবর) দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের এবং শনাক্ত হয়েছেন ৬১৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জনে।