- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২২ | ৫:৪৯ অপরাহ্ণ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক কলেজ শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে খলিলুর খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনের নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের শাস্তির দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। সোনাইমুড়ী উপজেলার দিঘিরজান এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসাসেবা নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছেন।
সোনাইমুড়ী থানার ওসি হারুন আর রশিদ বলেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে সিএনজিতে শিক্ষকের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।