• আজ বৃহস্পতিবার
    • ৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৬শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

    কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আগুন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪ | ২:০৪ অপরাহ্ণ

    রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে শ্যামলী ফায়ার স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে মিরপুরের আরেকটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।

    তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে এখনও কোনও প্রতিবেদন পাওয়া যায়নি।’

    সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ অনেক জিনিসপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেমিক্যাল বা কোনও দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১