• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    কাউকে বহিষ্কারের যোগ্যতা রাখেন না রেজা কিবরিয়া: নুর

    কাউকে বহিষ্কারের যোগ্যতা রাখেন না রেজা কিবরিয়া: নুর

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ জুন ২০২৩ | ২:৪০ অপরাহ্ণ

    ড. রেজা কিবরিয়াকে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরিয়ে যুগ্ম-আহ্বায়ক রাশেদ খানকে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক করেন দলের সদস্য সচিব নুরুল হক নুর। চলমান সংঘাতের মধ্যেই এবার পাল্টা ঘোষণায় নুরুল হক নুরকে সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে সাময়িক অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়া।

    মঙ্গলবার নুরুল হক নুর ও রাশেদ খানকে সাময়িক অব্যাহতির ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া।

    এরপর এক প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নুর। তাতে তিনি দাবি করেছেন গণঅধিকার পরিষদের কাউকে বহিষ্কার বা বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখেন না।

    ফেসবুকে নুরুল হক নুর লেখেন, ‘রেজা কিবরিয়া গণঅধিকার পরিষদের ১২১ সদস্যের কেন্দ্রীয় কমিটির ২১ জনকেও ভালোভাবে চেনে না, নামও বলতে পারবে না। ৫৪ জেলা কমিটির ১০ জনকে তিনি চেনেন কি না সন্দেহ! গত পৌনে দুই বছরে রেজা কিবরিয়া সংগঠনে পৌনে ২ লাখ টাকাও খরচ করেননি। ২০টা প্রোগ্রামেও ছিলেন না।

    গণঅধিকার পরিষদ কিংবা গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন/ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ গঠনে রেজা কিবরিয়ার কোনো ভূমিকা নেই। সব কিছু গুছিয়ে আমরাই তাকে একটা গুছানো প্ল্যাটফর্মে এনেছিলাম। সুতরাং গণঅধিকার পরিষদের সংগঠকদের কাউকে বহিষ্কার করা বা গণঅধিকার পরিষদকে বিভক্ত করার যোগ্যতা রেজা কিবরিয়া রাখে না।

    বিদেশ বসে মাতাল হয়ে সে কি প্রেস রিলিজ দিল, তাতে আমাদের কিচ্ছু যায়/আসে না। আমরা কেন্দ্রীয় মিটিং ডেকে নিয়মতান্ত্রিকভাবেই ভারপ্রাপ্ত আহ্বায়ক করেছি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১