- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ৩:৩৫ অপরাহ্ণ
কাউন্টি ক্রিকেটে এবার আলো ছড়াচ্ছেন এশিয়ান ক্রিকেটাররা। বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিরা। ব্যাটিংয়ে অনবদ্য চেতেশ্বর পূজারা, শান মাসুদরা। ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করেছেন শান, পুজারার ব্যাট থেকে এলো হ্যাটট্রিক সেঞ্চুরি।
শুক্রবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২ এর ম্যাচে সাসেক্সের হয়ে খেলতে নেমে ডারহামের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম ভরসার প্রতীক চেতেশ্বর পূজারা। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে অপরাজিত রয়েছেন তিনি।
চলতি কাউন্টিতে পরপর তিন ম্যাচে পুজারার এটি তৃতীয় সেঞ্চুরি। ডার্বিশায়ারের বিপক্ষে প্রথম ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ২০১ রানে অপরাজিত ছিলেন পুজারা। পরে উরস্টারশায়ারের বিপক্ষে খেলেন ১০৯ রানের ইনিংস। এবার তৃতীয় সেঞ্চুরিকে কোথায় নিয়ে যান তিনি সেটিই দেখার।
হোভের কাউন্টি গ্রাউন্ডে চলমান ম্যাচটিতে আগে ব্যাট করে ২২৩ রানে অলআউট হয়েছে ডারহাম। জবাবে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রান করেছে সাসেক্স। পুজারার সেঞ্চুরি ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন টম হেইন্স (৫৪), টম আলসপ (৬৬) ও টম ক্লার্ক (৫০)।
আজ অবিচ্ছিন্ন ১২ রানের জুটি নিয়ে খেলতে নামবেন ভারতের চেতেশ্বর পুজারা ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সময়ই অপেক্ষা করছে বলে দেওয়া যায়। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।