• আজ শনিবার
    • ১৫ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ২৯শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৬শে রমজান ১৪৪৬ হিজরি

    কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

    কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ মার্চ ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ

    গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (২৯ মার্চ) রাত দুইটার দিকে কাপাসিয়ার উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চান মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেত অপর একজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

    এলাকাবাসী জানান, শুক্রবার (২৯ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মনির উদ্দিনের ছেলে মো: চান মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে ঢুকে। এসময় চান মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করে এলাকাবাসী জড়ো করেন। এসময় স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে এবং গনপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়রা ধাওয়া দিলে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামে ধানখেতের আড়ালে লুকায়। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধান খেতের আড়াল থেকে খুঁজে বের করে পিটুনি দিলে ঘটনাস্থলেই গরু চোর সন্দেহে অপরজন নিহত হয়।

    সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ জানান, গরু চুরি রোধে এলাকায় গ্রামবাসী পাহাড়া বসিয়েছিলেন। শুক্রবার রাতে গাড়িতে করে একটি কৃষকের গরু চুরি করতে কয়েকজন। গ্রামবাসী গরুর চুরির বিষয়টি টের পেয়ে একজোট হয়ে দুইজনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নামিলা গ্রামে একজন ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে একজনসহ দুইজন নিহত হয়েছেন। আরো চার-পাঁচজন গরু চোর এখনো এলাকায় আছে, গ্রামবাসী তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

    এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মোসলেমের বাড়ীতে অজ্ঞাত লোকজন গরু চুরি করতে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে দু্জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১