- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৩ | ৬:০৯ অপরাহ্ণ
গাজীপুরে কাপাসিয়া-কালীগঞ্জ সড়কের বড়পুশিয়া এলাকায় একটি চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, কাপাসিয়া-কালীগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে একটি কাভার্ডভ্যান কালীগঞ্জে যাচ্ছিল। ভ্যানটি বড়পুশিয়া এলাকায় পৌঁছালে ৬/৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ওসি আরো বলেন, এলাকাবাসী, পুলিশ ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভানো হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।